Bangladesh High Commission, Kuala Lumpur, Malaysia
Passport Delivery Slip Information
হাইকমিশনে ডাকযোগে প্রাপ্ত রি-ইস্যু আবেদন সমূহের মধ্যে যেগুলোর এনরোলমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তার ডেলিভারী স্লিপ নম্বর পেতে নিচের বক্সে আপনার পাসপোর্ট নম্বর লিখে সার্চ (Search) অপশনে ক্লিক করুন। পর্যায়ক্রমে সকল আবেদন প্রক্রিয়া শেষে এনরোলমেন্ট পূর্বক তালিকা দেয়া হবে।
Please insert your current passport number in the box below & then click search, in order to get the passport delivery slip number of the reissue applications sent to High Commission through postal means and whose enrolment has been completed. The list will be continually updated.
পাসপোর্ট রি-ইস্যু এর যে সকল আবেদন বিভিন্ন কারনে নিষ্পত্তি করা সম্ভব হয়নি তার তথ্য পেতে আপনার বর্তমান পাসপোর্ট নাম্বার দিয়ে সার্চ করুন।
বিদ্রঃ ১) পাসপোর্ট ডেলিভারী স্লিপ তথ্যে যদি আপনার নাম পাসপোর্ট নাম্বারের সাথে মিল না থাকে তাহলে এই সংশোধন ফর্মটি পূরণ করুন।
পোষ্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট সংগ্রহের জন্য অনলাইনে এপয়েন্টমেন্ট পেতে appointment.bdhckl.gov.bd/poslaju লিংকে গিয়ে ধাপ সমূহ অনুসরণ করুন।